সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল
সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল,
আহা কি মধু আছে ওই
তোমার নামেতে বাবা ফুটবল,
কি মধু আছে ওই
তোমার নামেতে আহা ফুটবল।
তোমাকে লাথায় রোজ বুটপরা কত পা
এতো লাথি খাও তবু মুখে কিছু বলো না,
পুড়ে মরো রোদ্দুরে, কাদা মাখো বরষায়
পুড়ে মরো রোদ্দুরে, কাদা মাখো বরষায়,
তবু ভুলে যেতে থাকো অবিচার ..
হায় হায় হায় হায়, হায় হায় হায় হায়
জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল
জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল,
আবার ..
সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল।
আড়াইশো বছরের জমিদারী ঘুঁচে গিয়ে
দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ,
নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে
নেই তার জারিজুরি নেই তেজ,
তবু মানতে তো বাধা নেই -
তবু মানতে তো বাধা নেই
সেই তো শেখালো এই ফুটবল,
তারই দৌলতে ভাই অমর হয়েছে নাম
মোহনবাগান, ইস্টবেঙ্গল।
আহা কি মধু আছে ওই
তোমার নামেতে বাবা ফুটবল,
কি মধু আছে ওই
তোমার নামেতে আহা ফুটবল
বলো ভাই,
সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল।
যার গোলে যাও তুমি তার বুকে পরে বাজ
যার হয়ে গোল করো সে যে হয় মহারাজ,
রকে রকে ঝগড়া, ঘরে ঘরে ডাইভোর্স
রকে রকে ঝগড়া, ঘরে ঘরে ডাইভোর্স,
ইলিশে ঘটিতে রসাতল ..
হায় হায় হায় হায়, হায় হায় হায় হায়
সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল
সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল,
ফুটবল,
সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল
ফুটবল ..